আজ শুক্রবার 06/12/19 কোন্নগর বই মেলা ও পুষ্প প্রদর্শনীর প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শুভ উদ্ভোধন হলো কোন্নগর এর কালী তলা প্রাঙ্গণে। প্রদীপ প্রজ্জ্বলন করলেন প্রধান অতিথি বিশিষ্ট সাহিত্যিক শ্রী স্বপ্নময় চক্রবর্তী। উদ্ভোধনী অনুষ্ঠানের আগে বইয়ের জন্য হাঁটুন এই শীর্ষক এ কোন্নগর এর উচ্চ বিদ্যালয় ও রাজেন্দ্র বিদ্যালয় থেকে মেলা প্রাঙ্গন পর্যন্ত ছাত্র ছাত্রীরা হাঁটায় অংশগ্রহণ করে। এছাড়া প্রবীণদের হাঁটা প্রতিযোগিতা প্রফুল্ল কানন শিশু উদ্যান ও জোড়া পুকুর হেল্থ সেন্টার থেকে শুরু করে মেলা প্রাঙ্গন পর্যন্ত শেষ হয়।
কোন্নগর বই মেলার শিবচন্দ্র দেব সাংস্কৃতিক মঞ্চে উদ্ভোধনী অনুষ্ঠানের পর প্রধান পৃষ্টপোষক স্থানীয় বিধায়ক ও বিশিষ্ট সাংবাদিক প্রবীর ঘোষাল, প্রধান অতিথি স্বপ্নময় চক্রবর্তী বিশিষ্ট সাহিত্যিক, বিশেষ অতিথি আই.পি.এস. কমিশনার অফ পুলিশ, চন্দননগর হুমায়ুন কবীর, সম্মানীয় অতিথি বিধায়ক স্নেহাশীষ চক্রবর্তী, সভাপতি কোন্নগর পৌরসভার পৌর প্রধান ও মেলা কমিটির সভাপতি বাপ্পাদিত্য চ্যাটার্জীর উপস্থিতির মাধ্যমে মেলার স্বারক পত্রিকা প্রকাশ করা হয়। ১০ দিন ব্যাপী এই বইমেলায় সাজানো হয়েছে বিভিন্ন সংগীত, আবৃত্তি, আলোচনা, নৃত্যানুষ্ঠান, কুইজ ও আরো মনোরম অনুষ্ঠানের মাধ্যমে।
Comment here