শ্রীরামপুরে ডাউন দুন এক্সপ্রেস থেকে উদ্ধার ১৮০ টি কচ্ছপ।
শ্রীরামপুরে ডাউন দুন এক্সপ্রেস থেকে উদ্ধার হলো ১৮০টি কচ্ছপ। শেওড়াফুলি জিআরপির অভিযানে এদিন সকাল সাতটা তিরিশ মিনিটে ডাউন দুন-এক্সপ্রেসে ধরা পড়লো ১৮০টি কচ্ছপ।
গোপন সূত্রে খবর পেয়ে শেওড়াফুলি জিআরপির চেকিং অভিযানে চারটি ব্যাগে ধরা পড়ে কচ্ছপ সহ দুই জন ব্যাক্তি। কোলকাতায় বিক্রি করার জন্য কচ্ছপগুলি নিয়ে যাচ্ছিলো বলে জানা যাচ্ছে।
স্থানীয়দের অভিযোগ এর আগেও অনেক বার এই লাইনে কচ্ছপ পাচার করতে গিয়ে ধরা পড়েছে।
Comment here