শুভব্রত মুখার্জি,:- ব্রিস্টল কাউন্টি ক্রিকেটের মাঠে সিরিজ টি-২০ সিরিজ ডিসাইডারে মুখোমুখি হয়েছিল ভারত -ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৯৮ রান করে ইংল্যান্ড। ইংল্যান্ডের হয়ে রান করেন জেসন রায় (৬৭),জস বাটলার (৩৪),বেয়ারস্টো (২৫),হেলস (৩০)। ভারতের হয়ে ৪টি উইকেট নেন পান্ডিয়া,কল ২টি,চাহার ও উমেশ যাদব ১টি ।
জবাবে ব্যাট করতে নেমে ভারত প্রথমেই ধাওয়ানের (৫) উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। এরপর ডাগ আউটে ফিরি যান রাহুল (১৯)। রোহিত শর্মাকে ২৯ বলে ৪৩ রানের ইনিংস খেলে যোগ্য সঙ্গত দেন অধিনায়ক কোহলি। পান্ডিয়া করেন ১৪ বলে ৩৩*। ৫৬ বলে রোহিতের ১০০* এর অনবদ্য ইনিংসে ভর করে ৮ বল বাকি থাকতেই ম্যাচ এবং সিরিজ পকেটে পুরল ভারত। ইংল্যান্ডের হয়ে ১টি করে উইকেট নেন বল,উইলি এবং জর্ডন।
Comment here