এস এস বি -এর জওয়ানেরা সন্দেহভাজন দুইজন আটক করে উদ্ধার করল ব্রাউন সুগার । এরপর এস এস বি -এর জওয়ানেরা ধৃতদের শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয় ।
এবিষয়ে এস এস বি এবং পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার পর শিলিগুড়ি সংলগ্ন খড়িবাড়ি থানার অন্তর্গত কাদম্বনী জ্যেত এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে ৪১, এস এস বি- এর জওয়ানেরা সন্দেহভাজন দুইজন কে আটক করে । ধৃতদের থেকে উদ্ধার করা হয়েছে মোট ৭৫০ গ্রাম ব্রাউন সুগার, যা দুইটি পেকেটে ছিল । ধৃতদের নাম মহ: সঞ্জুর আলি এবং সৌরভ কুমার সর্ম্মা , ধৃতদের বাড়ি বিহারের কিষানগঞ্জ এর ধরমগঞ্জ এলাকায় । ধৃতদের খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে । ।ধৃতরা কোথা থেকে নিয়ে এসেছে, কি কারণে নিয়ে এসেছিল বা কোথায় পাচার করছিল জানার চেষ্টা করা হচ্ছে ।
ব্রাউন সুগার সহ ধৃত দুই…
![](https://muktijodhya.com/wp-content/uploads/2019/08/WhatsApp-Image-2019-08-25-at-5.57.01-PM.jpeg)
Comment here