নিজের বাড়িতে হাত-পা বাধা অবস্থায় এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রহস্য থানা বেধেছে । নেশার জন্য টাকা না পেয়েই কি নাতি -র হাতে দাদু খুন । আসল ঘটনা জানতে তদন্তে পুলিশ । শুক্রবার এ ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি থানার অন্তর্গত শিলিগুড়ির দেশবন্ধু পাড়া এলাকায় । এই ঘটনার তদন্তে নেমে শিলিগুড়ি থানার পুলিশ মৃত বৃদ্ধৃ -এর নাতি সহ মোট পাঁচজনকে শুক্রবারই গ্রেফতার করেছে ।
এবিষয়ে স্থানীয় মানুষ এবং পুলিশ সূত্রে জানা যায়, অবসর প্রাপ্ত সরকারী কর্মচারী ফাল্গুনী ঘোষ তার ন্ত্রীর মৃত্যুর পর থেকে একাই শিলিগুড়ির দেশবন্ধু পাড়ায় অবস্থিত নিজের বাড়িতে থাকতেন । বৃদ্ধের তিন মেয়েরই বিয়ে হয়েছে। তিন মেয়ের ছোট মেয়ে ও নাতি (ছোট মেয়ের নাবলক ছেলে) মধ্যে মাঝে মাঝেই এসে থাকতেন । এই নাতি পলিটেকনিক এর ছাত্র হলেও (ছোট মেয়ের ছেলে) প্রায়ই নেশাগ্রস্থ থাকত এবং দাদুর কাছে টাকা চাইত । বন্ধুদের নিয়ে এসেও দাদুর বাড়িতে আড্ডা জমাতো নাতি । বৃদ্ধের সাথে এই নাতির মাঝে মাঝেই টাকা পয়সা নিয়ে ঝামেলা লেগে থাকত ।
আরও জানা যায় যে , ঘটনার আগের দিন বৃহস্পতিবার বিকেলে পর্যন্ত ফাল্গুনী ঘোষ এর ছোট মেয়ে ও নাতি (ছোট মেয়ের ছেলে) ফাল্গুনী ঘোষ- এর বাড়িতেই ছিলেন । শুক্রবার সকালে পাড়া প্রতিবেশীরা বৃদ্ধ ফাল্গুনী ঘোষ কে তার ঘড়ে মৃত অবস্থায় দেখতে পান । ঘটনাস্থলে খবর পেয়ে শিলিগুড়ি থানার কর্তব্যরত পুলিশ, স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্যরা ছুটে আসেন । হাত-পা বাধা অবস্থায় ফাল্গুনী ঘোষ (৮০) এর মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য নিয়ে যায় । এরপরই তদন্তে নেমে পুলিশ মৃত ফাল্গুনী ঘোষ- র ঐ নাতিকে গ্রেফতার করে । তাকে জেরা করে পুলিশ আরও চারজনকে গ্রেফতার করেছে । পুলিশ পুরো ঘটনাটির তদন্ত করছে । এ ঘটনায় শুক্রবার সকালে সংশ্লিষ্ট এলাকায় সাময়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ।
এবিষয়ে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর ডেপুটি পুলিশ কমিশনার (জোন ১) ইন্দিরা মুখার্জি বলেন, হাত-পা বাধা অবস্থায় বৃদ্ধের মৃতদেহ উদ্ধার করা হয়েছে । সন্দেহ করা হচ্ছে খুন , তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর আসল কারণ জানা যাবে ।
Comment here