ডায়মন্ড হারবারে জেটিঘাটের কাছে ১১৭ নং জাতীয় সড়কে ধস। কাকদ্বীপ-কলকাতা সড়ক যোগাযোগ বন্ধ। জেটিঘাটের কাছে ২৫ কোটি টাকা ব্যয়ে রাজ্য সরকারের নদী সৌন্দর্যায়নের প্রকল্প চলছে। স্থানীয়দের অভিযোগ, নদীর ধারে বড় মেশিন এনে ড্রিল করা চলছিল।
যার ফলে নদীর তলার মাটি আলগা হয়ে যায়। তার জেরেই ভাঙন হয়েছে। এর ফলে বকখালি-নামখানা-কাকদ্বীপের সঙ্গে কলকাতার যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। ১১৭ নম্বর জাতীয় সড়কে যান চলাচল আপাতত বন্ধ। এদিন সকালে আচমকাই প্রায় ৫০ মিটার রাস্তা ধসে যায়। হতাহত কেউ হননি। দুর্ঘটনা এড়ানো গেলেও এই ঘটনায় এলাকার মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
Comment here