ডাম্পার ও তেল-এর ট্যাঙ্কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আগুন লাগল দুটি গাড়িতেই । বৃহস্পতিবার সকালেই জাতীয় সড়কে এই দুর্ঘটনার ফলে কিছুক্ষণের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায় শিলিগুড়ি- জলপাইগুড়ি জাতীয় সড়ক । অপরদিকে এই অগ্নিকাণ্ডের ঘটনায় সাময়িক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিলিগুড়ি সংলগ্ন শিলিগুড়ি- জলপাইগুড়ি জাতীয় সড়কের পাশে বন্ধুনগর এলাকায় । তবে স্থানীয় মানুষ, পুলিশ এবং অগ্নিনির্বাপক দপ্তরের কর্মীদের তত্পরতায় আগুন নিভিয়ে স্বাভাবিক করা হয় ঐ জাতীয় সড়কের যান চলাচল ।
এবিষয়ে স্থানীয় মানুষ, পুলিশ এবং অগ্নিনির্বাপক দপ্তর সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালে শিলিগুড়ি সংলগ্ন জলপাইগুড়ির বন্ধুনগরে জাতীয় সড়কে একটি তেলবোঝাই ট্যাঙ্কারের সাথে উল্টো দিক থেকে আসা বালি বোঝাই ডাম্পারের মুখোমুখি সংঘর্ষ হয়। নিয়ন্ত্রণ হারিয়ে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষের ফলে ঐ দুটি গাড়িতেই আগুন ধরে যায় । ট্যাঙ্কারটিতে তেল থাকায় আগুন ভয়াবহ রূপ নেয় । ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে খব দমকলের চারটি ইঞ্জিন এবং পুলিস। এই ঘটনায় শিলিগুড়ি- জলপাইগুড়ির জাতীয় সড়কে ঐ এলাকায় প্রায় ঘন্টা খানেক যান চলাচলে বিঘ্ন ঘটে যানজট দেখা দেয় । প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে অগ্নিনির্বাপক দপ্তরের স্থানীয় কর্মীরা । এরপরে পুলিশ তত্পরতায় যান চলাচল স্বাভাবিক হয়। । পুলিশ এই ঘটনার তদন্ত করছে বলে জানা গেছে ।
Comment here