ইংলেন্ডে ২০১৯ এর একদিনের ৫০ ওভার ক্রিকেট বিশ্বকাপ থেকে ভারতের বিদায়।
অংশ গ্রহন কারি ১০টি দলের মধ্যে ভারত এবারের বিশ্বকাপের দাবিদার ছিলেন। এবারের নিয়ম অনুযায়ী অংশ গ্রহন দেশগুলি সকলের সাথে সকলের লীগ পর্যায়ে খেলা হবে এবং এর মধ্যে যে চারটি দেশ প্রথম দিকে থাকবে তারাই সেমিফাইনাল খেলবে। সেই নিয়ম অনুযায়ী একটা ম্যাচ নিউজিল্যান্ডের সাথে বৃষ্টির কারণে পরিত্যাগতো হয় ও আর একটি ম্যাচ ইংলেন্ডের কাছে হেরে ১৫ পয়েন্ট নিয়ে লীগ শীর্ষে থেকে সেমিফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেন।
সেমিফাইনাল ফেভারিট হিসাবেই মাঠে নামেন ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে বৃষ্টির জন্য খেলাটি দুই দিন হয়। প্রথম দিন নিউজিল্যান্ড টসে জিতে প্রথমে ব্যাট করে ৪৬ ওভার ১বল খেলে ২১১রান করার পর বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়।
দ্বিতীয় দিন খেলা শুরু হলে ৩ ওভার ৫ বল খেলে নিউজিল্যান্ড ২৪০ রানের টার্গেট দেন ভারতকে।
আজ ভারতের দিন ছিল না প্রথম দিকেই ৪ উইকেট পরে ভারত ব্যাকফুটে চলে যায় সেখান থেকে ঋসভ পান্ট ও হাদিক পান্ডিয়া কিছুটা ধরে খেলার চেষ্টা করেন কিন্তু কিছুক্ষন পরেই তারা আউট হয়ে ফিরে গেলে ধোনি ও জাদেজা খেলার হাল ধরেন। যখন জেতার মতন জাগায় চলে গেলেন ঠিক সেই সময় একদম শেষের দিকে জাদেজা ও ধোনি পর পর আউট হয়ে ফিরে গেলে সেখানেই আশা শেষ হয়ে যায় ভারতের ২২১ রানে অল আউট হয়ে যান। ও তার সাথে সাথে এবারের বিশ্বকাপ পাওয়ার দাবিদার ভারতের আশা শেষ হয়ে যায়।
এই বিশ্বকাপ পাওয়ার জন্য আবার চার বছর অপেক্ষা করতে হবে ভারতকে।
এটাই থেকেই আজ আরো একবার প্রমাণিত– যার শেষ ভালো তার সব ভালো।।
Comment here