শোভন-বৈশাখী এই দু’জনের সম্পর্ক নিয়ে আলোচনা এখন পৌঁছে গিয়েছে বাংলার চায়ের দোকান থেকে শুরু করে মহল্লায় মহল্লায়৷ এ যেন আজকালের রোমিও জুলিয়েট। যতটা না রাজনৈতিক আলোচনা হয়েছে, তা থেকে বেশি অলোচনায় উঠে এসেছেন শোভন-বৈশাখীর মধুর সম্পর্ক৷ সম্প্রতি, জোড়া ফুল ছেড়ে গাঁটছোড়া বেঁধেছে পদ্ম শিবিরে৷ তাঁদের দলবদল সংবাদ শিরোনামে উঠে এলেও তাঁদের সম্পর্ক নিয়ে চর্চার মতো এতটা জনপ্রিয় হয়নি৷ এবার খোদ টেলিভিশন চ্যানেলেও উঠে এলে শোভন-বৈশাখীর সম্পর্ক৷ সম্প্রতি বাংলায় এক ইলেকট্রনিক্স মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে শোভন-বৈশাখীর বিয়ের জল্পনা বাড়িয়ে দিলেন অধ্যাপিকা স্বয়ং৷সোমবার ঐ ইলেকট্রনিক্স মিডিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তাঁদের প্রশ্ন করা হয়েছিল, আপনারা কি বিয়ে করছেন? জবাবে বৈশাখী বলেন, ‘‘দেখুন, আমরা তো কেউ ১৭-১৮ বয়সের নেই৷ লোকে যেটা ভাবে, সেটা কল্পনা করতে চাইছে, সেটা হতে পারে না৷’’ কারও পরিবারের ভিতর ঢোকা উচিত নয়৷ এ দিন শোভন-বৈশাখীর রং মিলিয়ে পোশাক ইস্যুতে প্রশ্ন করা হলে তারও জাবাব দেন বৈশাখী৷ বলেন, ‘‘আমরা যদি দু’জনে এক রংয়ের পোশাক পরি, তাহলে কার বা কি এসে যায়৷ এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ সরগোল চলছে৷ কিন্তু আমার মনে হয় মানুষের এত বেশি সময় যে আমাদের নিয়ে পড়ে আছে, এই রংমিলান্তি নিয়েও মানুষের এত কৌতুহল দেখে হতাশ হতে হয়৷ আসলে মানুষের এত সময় আছে বলেই এই সব বলছে৷ আমাদের সম্পর্ক ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হচ্ছে৷’’ যাই হোক আমি আর শোভন সারা জীবন এভাবেই রয়ে যাবো।
Comment here